বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক বাস্তবায়নাধীন ''বিটাক চট্টগ্রাম, খুলনা ও বগুড়া কেন্দ্রের নারী হোস্টেল স্থাপন'' (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পটি গত ০৪-০৭-২০১৮ তারিখে পরিকল্পনা কমিশন কর্তৃক ৫ তলা ভিতসহ ৫ তলা হোস্টেল ভবন নির্মাণের জন্য অনুমোদিত হয়।
পরবর্তীতে গত ২১-১০-২০১৮ তারিখে শিল্প সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় দেশের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে ১০ তলা ভিত ও লিফটসহ ১০ তলা ভবন নির্মাণের প্রকল্প দলিল সংশোধনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ''বিটাক চট্টগ্রাম, খুলনা ও বগুড়া কেন্দ্রের নারী হোস্টেল স্থাপন'' শীর্ষক প্রকল্পের ভবন নিমার্ণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নকশা সংশোধনের জন্য স্থাপত্য অধিদপ্তর এবং প্রাক্কলনের জন্য গণপূর্ত অধিদপ্তরকে গত ২৫-১০-১৮ তারিখে বিটাক হতে পত্র দেয়া হয়। তৎপ্রেক্ষিতে গত ২৮-১১-২০১৮ তারিখে গণপূর্ত অধিদপ্তর হতে প্রাক্কলন পাওয়া যায়। প্রাপ্ত প্রাক্কলন অনুসারে সংশোধিত ডিপিপি ০৮-০১-১৯ তারিখ শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। শিল্প মন্ত্রনালয় হতে সংশোধিত ডিপিপি গত ২১-০১-১৯ তারিখ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয় এবং ১৮-০২-২০১৯ তারিখে পিইসি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি সংশোধন পূর্বক পুনরায় গত ২৫-০৩-১৯ তারিখে শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা করা হয় এবং গত ১০-০৪-২০১৯ তারিখে শিল্প মন্ত্রণালয় হতে ডিপিপি অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়। গত ২৪-০৪-২০১৯ তারিখে পরিকল্পনা কমিশন কর্তৃক ৭৪৫৯.৭৮ লক্ষ টাকা ব্যয়ে জুন ২০২২ পর্যন্ত মেয়াদে প্রকল্পটি অনুমোদন লাভ করে। গত ১৬-০৫-২০১৯ তারিখ প্রকল্পের অনুকুলে নারী হোস্টেল নির্মাণ কাজ যথাসময়ে সমাপ্ত করার জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে পত্র দেয়া হয়।
বিটাক চট্টগ্রাম, বগুড়া ও খুলনা কেন্দ্রের নারী হোস্টেল স্থাপন প্রকল্পের দরপত্র যথাক্রমে ২৯/০৯/২০১৯, ২৪/১০/২০১৯ ও ২০/১০/২০১৯ তারিখে প্রকাশিত হয়েছে এবং যথাক্রমে ৩০/১০/২০১৯, ২৪/১০/২০১৯ এবং ২০/১১/২০১৯ তারিখে দরপত্র প্রদানের তারিখ শেষ হবে।
দরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন করে ডিসেম্বরের ২য় সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রের NOA প্রদান এবং ৩য় সপ্তাহে কার্যাদেশ প্রদান, বগুড়া কেন্দ্রের NOA ডিসেম্বরের ২য় সপ্তাহে প্রদান এবং ৩য় সপ্তাহে কার্যাদেশ প্রদান এবং দরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন করে খুলনা কেন্দ্রের ক্ষেত্রে জানুয়ারির ২য় সপ্তাহে NOA প্রদান এবং ৩য় সপ্তাহে কার্যাদেশ প্রদান করা হবে।