বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র তথা বিটাক, পাকিস্তান শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের উত্তরাধিকারী হিসেবে গন্য। বাংলাদেশের স্বাধীনতার পরে এর নতুন নামকরণ করা হয় বিটাক। আইআরডিসি এবং পিআইপিএস নামক সরকারী খাতের অন্য দুইটি উৎপাদনশীলতামুখী সংস্থাকে একীভূত করে ১৯৬২ সালে বিটাক প্রতিষ্ঠা করা হয়। বিটাক এর প্রতিষ্ঠালগ্ন হতে পরীক্ষাগার এবং ওয়ার্কশপ সুবিধাদির মাধ্যমে উৎপাদনশীলতার উন্নতি সাধনের জন্য ব্যবহারমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। অতএব বলা যায়, পণ্য, প্রক্রিয়া এবং দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতির উন্নতি সাধন করাই বিটাকের মূখ্য উদ্দেশ্য। বাংলাদেশে বিটাকের পাঁচটি কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা এবং বগুড়ায় অবস্থিত।